Kolkata

বন্‌ধে সচল থাকবে রাজ্য, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

শুক্রবার বামেদের ডাকা ৬ ঘণ্টার বন্‌ধে সচল থাকবে গোটা রাজ্য। কোথাও কোনও বন্‌ধ হবে না। সে আশ্বাস আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে শুক্রবার কোনও সরকারি কর্মচারি ছুটি নিতে পারবেন না। ছুটি নিলে সেদিনের মাইনে কাটা যাবে। তাঁর চাকরি জীবন থেকে ১টি দিনও বাদ হয়ে যাবে। ছুটি নিতে গেলে পর্যাপ্ত কারণ দেখাতে হবে।

কেউ হাসপাতালে ভর্তি থাকলে বা পরিবারের কারও মৃত্যু ঘটলে অথবা আগে থেকেই অসুস্থতার জন্য ছুটিতে থাকলে ছাড় রয়েছে। ছাড় রয়েছে চাইল্ড কেয়ার লিভ, মেটারনিটি লিভের মত টানা ছুটিতে থাকা কর্মীদেরও। এছাড়া অন্য কর্মীদের আসতেই হবে নিজ নিজ কর্মক্ষেত্রে। শুক্রবারের জন্য কোনও ক্যাজুয়াল লিভ গ্রাহ্য হবে না। রাস্তায় যাতে বাসের সমস্যা না হয় সেজন্য বিশেষ বন্দোবস্ত রাখছে রাজ্য পরিবহণ দফতর।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts