Kolkata

বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি উপড়ে মৃত ১

Published by
News Desk

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা। ডায়মন্ডহারবার থেকে কলকাতার ধর্মতলার দিকে ঝড়ের গতিতে ছুটে আসছিল একটি বেসরকারি বাস। তারাতলায় টাঁকশালের কাছে আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি রাস্তা ছেড়ে উঠে পড়ে ফুটপাথে। তার আগে রাস্তার ধারে পরপর ৩টি বিদ্যুতের খুঁটি ও গাছে গিয়ে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় উপড়ে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। সেই খুঁটি এক পথচারীর মাথায় আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন আরও কয়েকজন।

দুর্ঘটনার জেরে ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণের জন্য ডায়মন্ডহারবার রোডে থমকে যায় যান চলাচল। সৃষ্টি হয় উত্তেজনা। পরে পুলিশ এসে ঘাতক বাসটিকে রাস্তা থেকে তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts