Kolkata

বাবার বিরুদ্ধে মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ

Published by
News Desk

এ যেন এক চলমান অন্ধকার সময়! যে সময়ে দাঁড়িয়ে নিজের মেয়েকে যৌন নিগ্রহ করতে পিছপা হননা জন্মদাতা পিতা! ৬ বছরের মেয়েকে বাবার যৌন নির্যাতনের ঘটনা যেন সেই নিষ্ঠুর বাস্তবকেই ফের প্রমাণ করল। কসবা বোসপুকুর এলাকার ঘটনা। অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে বন্ধ ঘরে মেয়ের ওপর যৌন অত্যাচার চালিয়েছে অন্য কেউ নয়, খোদ কন্যার বাবা। আরও অভিযোগ, নিজের কুকীর্তির কথা ধামাচাপা দিতে টাকা দিয়ে মেয়ের মুখ বন্ধ করার চেষ্টাও করে অভিযুক্ত। কিন্তু গত মঙ্গলবার গোপনাঙ্গে তীব্র যন্ত্রণা অনুভব করায় মাকে সমস্ত ঘটনা খুলে বলে নাবালিকা। মেয়ের মুখে স্বামীর এমন অভাবনীয় পাশবিক চরিত্রের কথা জানা মাত্রই রাতে কসবা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিত কন্যার মা।

তাঁর দাবি, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ছেলেকে নিয়ে বাইরে যান তিনি। সেইসময় ঘরের বাইরে আপন মনে খেলছিল মেয়ে। ঘরের ভিতর ছিলেন স্বামী। নিগৃহীতা নাবালিকার মায়ের দাবি, ফাঁকা বাড়িতে বাবার যৌন লালসার শিকার হয় মেয়ে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts