Kolkata

লঙ্কা গুঁড়োর গুদামে আগুন, ঝাঁঝালো ধোঁয়ায় জ্বলল মুখচোখ

Published by
News Desk

সোমবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় তারপিন তেলের গুদাম। সেই অগ্নিকাণ্ডের পর ২৪ ঘণ্টাও পার হলনা। শহরে বুকে ফের আগুনে পুড়ে ছাই হয়ে গেল আরও একটি গুদাম। সোমবার রাত ১২টা নাগাদ আচমকা আগুন লেগে যায় মানিকতলার ১টি শুকনো লঙ্কা গুঁড়োর বস্তা ভর্তি গুদামে। এলাকাবাসীর দাবি, মাঝরাতে একটা প্রবল বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন তাঁরা। কিছুক্ষণ পরে একটা তীব্র ঝাঁঝালো গ্যাস নাকে চোখে লাগতেই জ্বলুনি শুরু হয়। কি হয়েছে তা জানতে বাইরে বেরিয়ে আসেন বেশ কয়েকজন স্থানীয় মানুষ। কয়েক পা এগোতেই দাউ দাউ করে জ্বলতে থাকা লঙ্কা গুঁড়োর গুদাম নজরে পড়ে তাঁদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন আশপাশের লোকজন। দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনী ও মানিকতলা থানায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলের ১৬টি ইঞ্জিন।

লঙ্কা গুঁড়োর ঝাঁঝালো শ্বাসরোধক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দমকলকর্মী ও এলাকাবাসীর একাংশ। পরে মাস্ক নিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকল। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগে যায় গুদামে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts