Kolkata

ঝড়-বৃষ্টিতে মরণফাঁদ সুইচবক্স, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

Published by
News Desk

রাস্তার ধারে মরণফাঁদ হয়ে পড়ে থাকা বিদ্যুতের ভাঙা পোস্ট কেড়ে নিল এক যুবকের প্রাণ। পশ্চিম বন্দর থানা এলাকার ঘটনা। ওই অঞ্চলের হুমায়ুন এভিনিউ ও গার্ডেনরিচ রোডের মধ্যবর্তী ফুটপাথের ওপর ২ মাস আগে গাড়ির ধাক্কায় একটি ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন বক্স ভেঙে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় বিপদজনকভাবে পড়ে থাকা বিদ্যুতের সুইচবক্স সরাতে এতদিনে কোনও হেলদোল দেখায়নি স্থানীয় প্রশাসন। অথচ যেকোনও মুহুর্তে ওই সুইচবক্স থেকে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে দাবি স্থানীয়দের। সেই আশঙ্কাই সত্যি হয়ে যায় গত রবিবার। ভাঙা সুইচবক্স কোনও কারণে শরীরের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মালদার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের। মৃত যুবক খিদিরপুর সুইংব্রিজে কর্মরত ছিলেন।

পুলিশের অনুমান, রবিবার সন্ধ্যা থেকে ব্যাপক ঝড়বৃষ্টির কারণে সম্ভবত শর্ট সার্কিট হয়ে গিয়েছিল ফুটপাথের ওপর পড়ে থাকা ওই সুইচবক্সে। মৃত যুবকের বন্ধুর দাবি, সন্ধ্যার দিকে বাজার করতে বেরিয়ে ঝড়বৃষ্টির মুখে পড়ে যান তাঁরা। তাঁর দাবি, তাড়াতাড়ি করে ফিরতে গিয়ে আচমকাই রাস্তার ধারের ওই সুইচবক্সে হাত ঠেকে যায় প্রসেনজিৎ-এর। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন প্রসেনজিতের বন্ধুও। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News