Kolkata

দুরন্ত কালবৈশাখীর ঝড়, সঙ্গে সোঁদা গন্ধ মাখা বৃষ্টিতে ভিজল কলকাতা

Published by
News Desk

হচ্ছি হচ্ছি করেও হচ্ছিলনা। সারাদিন মেঘলা। বিকেল হলে মেঘের গুড়গুড়। বিদ্যুতের ঝলকানি। সব হচ্ছিল। শুধু বৃষ্টিটাই হচ্ছিল না। অবশেষে কলকাতাবাসীর সেই আশা পূরণ হল। রবিবার সন্ধে নামতেই আকাশ ঘন করে এল মেঘ। সঙ্গে প্রবল ঝড়। কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় কলকাতায়। বেশ কিছুক্ষণ স্থায়ী হয় উথালপাতাল করা ঝড়। তারপর নামে অঝোর ধারাপাত। প্রবল বৃষ্টির সঙ্গে সেই চেনা সোঁদা গন্ধ। প্রাণ জুড়নো শীতল বাতাস আর বৃষ্টির ছাঁটে জুড়িয়ে গেল ছুটির সন্ধে। একটা অদ্ভুত প্রাণশক্তি ফিরে পেলেন শহরবাসী।

এদিন শুধু কলকাতা বলেই নয়, আশপাশের জেলাগুলিতেও কালবৈশাখীর তাণ্ডব চলেছে সমানতালে। সঙ্গে ছিল অঝোরে বৃষ্টি। সব মিলিয়ে দারুণ বৃষ্টিতে দীর্ঘদিনের কালবৈশাখীর আকাঙ্ক্ষা মিটল। সোমবার থেকে ফের কাজ। তার আগের গা এলানো সন্ধেটা এককথায় জমিয়ে দিল এদিনের কালবৈশাখী। রাতের নিশ্চিন্ত ঘুমটাও নিশ্চিত করল শহর জুড়নো বৃষ্টি।

Share
Published by
News Desk