Kolkata

পঞ্চায়েত নির্বাচনে সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ?

Published by
News Desk

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। শনিবার রাজ্য নির্বাচনী আধিকারিক এ কে সিং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেন। ভোট হতে হাতে আর মাত্র ১ মাস। এদিকে ভোটের সুরক্ষার দায়িত্ব নিয়ে তৃণমূল, বিজেপি তরজা আগে থেকেই পারদ চড়াচ্ছিল। বিজেপির দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট করানো হোক। পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়েছে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশ যথেষ্ট। এই অবস্থায় এদিন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে সুরক্ষার দায়িত্বে কারা থাকছে তা স্বাভাবিক প্রশ্ন ছিল। কিন্তু সেই প্রশ্ন এদিন এড়িয়ে যান রাজ্য নির্বাচনী আধিকারিক।

তিনি জানিয়ে দেন কোনও প্রশ্নোত্তর পর্ব এদিন হচ্ছেনা। অর্থাৎ সাংবাদিকদের আলাদা করে কোনও প্রশ্নের উত্তর তিনি দেবেন না। আগামী সোমবার বিকেল সাড়ে ৪টের পর থেকে কোনও সাংবাদিক গেলে উত্তর পাবেন। তবে তিনি এটাও বুঝিয়ে দেন সেখানে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ, সে উত্তর মিলবে না। ওটা এখনও ভাবনা চিন্তার পর্যায়ে আছে। স্থির হলে তিনি নিজেই সকলকে ডেকে জানিয়ে দেবেন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts