Kolkata

গোষ্ঠী সংঘর্ষে ভাঙল তৃণমূলের দলীয় কার্যালয়, গাড়ি, গ্রেফতার ১৫

Published by
News Desk

কদিন পরেই বাজতে চলেছে পঞ্চায়েত ভোটের দামামা। তার আগে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সামনে এসে পড়ল। গত বুধবার রাত ১০টা নাগাদ রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের গোপালনগর এলাকা। এলাকার যুব তৃণমূলের সম্পাদক প্রতাপ সাহার অনুগামীরা দাবি করেন, বুধবার রাতে প্রতাপবাবুর বাড়িতে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বিপ্লব মিত্র ও তাঁর অনুগামীরা। যুব তৃণমূলের সম্পাদকের অভিযোগ যদিও অস্বীকার করেছেন গোপালনগর এলাকার ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বিপ্লব মিত্র। তাঁর অনুগামীদের পাল্টা দাবি, প্রতাপ সাহার লোকজনই প্রথমে হামলা চালায় তৃণমূল দলীয় কার্যালয়ে। চালানো হয় ব্যাপক ভাঙচুর। তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠদের অভিযোগ, প্রতাপ সাহার লোকজন পিস্তলের বাঁট দিয়ে বিপ্লববাবুর মাথায় আঘাত করে। তাঁর বাড়ির সিসিটিভিও ভেঙে দেয়। যার ফলেই তাঁরা পাল্টা প্রতিরোধের পথে নামেন বলে দাবি বিপ্লব মিত্রের ঘনিষ্ঠদের।

গোষ্ঠীসংঘর্ষের বিষয়ে অবশ্য এলাকাবাসীর দাবি অন্য। তাঁদের অভিযোগ, বিবদমান ২ গোষ্ঠীর পুরনো শত্রুতার আঁচ চরম আকার নেয় বুধবার রাতে। যার ফলে মারমুখী দুই পক্ষই ২টি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। তাঁদের কাছ থেকে খবর পেয়ে রাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তদন্তে নেমে দুই পক্ষের ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে থমথমে ছিল গোপালনগর। নতুন করে সেখানে যাতে উত্তেজনা তৈরি না হয়, সেজন্য পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts