Kolkata

বন্ধুর চড়ে বন্ধু খুন

Published by
News Desk

নারকেলডাঙা মেন রোডের ওপর এক বন্ধুকে কষিয়ে চড় মারল অন্য বন্ধু। সেই চড়েই অচেতন হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মহম্মদ রাজু নামে ওই যুবক। পরে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, গত সোমবার রাতে দুই বন্ধু মহম্মদ রাজু ও মহম্মদ গুড্ডু একটি মদের আসর থেকে বাড়ি ফিরছিল। সে সময়ে তাদের মধ্যে কোনও কারণে বচসা শুরু হয়।

ঝগড়ার মাঝেই নারকেলডাঙা মেন রোডের ওপরই রাজুকে চড় মারে গুড্ডু। মৃত্যু হয় রাজুর। পুলিশ অভিযুক্ত গুড্ডুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু হয়েছে।

Share
Published by
News Desk