Kolkata

স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ জেলা

Published by
News Desk

বেশ কয়েকদিন ধরেই কলকাতার আকাশে মেঘের ঘোরাফেরা চলছিল। বাতাসে ঢুকছিল প্রচুর জলীয় বাষ্প। আবহাওয়া দফতরও কয়েকদিন ধরেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল। বিকেলের পর ঝোড়ো হাওয়াও বইছিল। কিন্তু বৃষ্টি ছিল অধরা। অবশেষে রবিবাসরীয় সন্ধ্যায় সেই অধরা বৃষ্টি ধরা দিল। বিকেলের পর থেকেই কলকাতার আশপাশের জেলাগুলিতে মেঘের গর্জন শুরু হয়। আকাশ ছেয়ে যায় পুরু মেঘের আস্তরণে। আর তারপরই ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। সেই বৃষ্টি সন্ধে সাড়ে ৭টার পর নামে কলকাতার আশপাশে। চড়তে থাকা গরম থেকে রেহাই মেলে শহরবাসীর।

তবে সন্ধের বৃষ্টিতে কিছুটা হলেও মার খেয়েছে চৈত্র সেলের বাজার। কারণ রবিবার হওয়ায় শহরের বিভিন্ন বাজারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জমে উঠেছিল চৈত্র সেলের বাজার। বৃষ্টির আভাসে অনেকেই মাঝপথে বাজার করা থামিয়ে বাড়িমুখো হয়েছেন।

এদিন অনেক বাড়িতে অন্নপূর্ণা পুজোও ছিল। সেখানেও আয়োজন কিছুটা ঝড়-বৃষ্টির জেরে বিঘ্নিত হয়। তবে সবমিলিয়ে স্বস্তির বৃষ্টিতে খুশি শহর থেকে জেলা। আগামী কয়েকদিনও বৃষ্টি হবে বলেই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts