Kolkata

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ঢাকল কালো কালিতে

Published by
News Desk

কয়েকদিন চুপচাপ। ফের মূর্তির ওপর নেমে এল কোপের খাঁড়া। কেওড়াতলার পর ফের লক্ষ্য বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ২ সপ্তাহ আগে কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি ভেঙেছিল একদল পড়ুয়া। তারা নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে পরিচয় দিয়েছিল। এবার খাস শিক্ষাঙ্গনের ভিতরে ঢুকে পড়ল মূর্তিকে কালিমালিপ্ত করার কলঙ্কিত রাজনীতি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা জন সংঘের প্রতিষ্ঠাতার নাম ঢেকে দিল কালো কালি দিয়ে।

রবিবার নিয়মমাফিক বন্ধ ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পুলিশের অনুমান, ছুটির দিনে ফাঁকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নাম খোদাই করা ফলকে কালি লেপে দেয় দুষ্কৃতিরা। সোমবার সাতসকালে এমন লজ্জাজনক কাণ্ড নজরে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কালিমাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের খুঁজে পেতে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে এমন অসভ্যতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন উপাচার্য অনুরাধা লোহিয়া। ইতিমধ্যেই ফলক থেকে কালি মুছে দেওয়া হয়েছে। অভিযোগ জানানো হয়েছে পুলিশেও। প্রেসিডেন্সির খ্যাতনামা প্রাক্তনীর নামকে যারা বিকৃত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবিতে সোচ্চার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

Share
Published by
News Desk

Recent Posts