Kolkata

অটোয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক

Published by
News Desk

চলন্ত অটোয় শ্লীলতাহানির অভিযোগে রাজারহাট থেকে গ্রেফতার করা হল মহম্মদ মুন্না নামে এক যুবককে। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার সন্ধেয় পড়ে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির এক ছাত্রী। অটোয় বাড়ি ফিরছিল সে। তার অভিযোগ চলন্ত অটোয় রাজারহাট এলাকায় তার শ্লীলতাহানি করে এক যুবক।

অটোয় কিছু না বলে অটো স্ট্যান্ডে নামে সে। সেখানে তখন তার মা অপেক্ষা করছিলেন। মাকে সবকথা খুলে বলে ওই ছাত্রী। তার মা তখন আশপাশের লোকজনকে সেকথা জানান। দ্রুত ওই যুবককে পাকড়াও করেন স্থানীয় লোকজন। তারপর তাকে পুলিশ গ্রেফতার করে।

Share
Published by
News Desk

Recent Posts