Kolkata

কিশোরীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার, আত্মহত্যার চেষ্টা? ঘনীভূত রহস্য

Published by
News Desk

সন্ধ্যা তখন সাড়ে ৭টা বাজে। নিউটাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দাদের দাবি, হঠাৎ একটা উৎকট চামড়া পোড়া গন্ধ তাঁদের নাকে এসে ঠেকে। গন্ধটা কোথা থেকে আসছে দেখতে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকেই। সকলের নজর যায় প্রতিবেশির বাড়ির দিকে। যে বাড়িতে পরিবারের সঙ্গে থাকে সুস্মিতা মণ্ডল নামে এক কিশোরী। সোমবার সন্ধ্যাবেলা বাড়ির সব দরজা জানালা বন্ধ করে ভিতরেই ছিল সে। প্রতিবেশিদের দাবি, ঘরের জানালার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বার হতে দেখে তাঁদের সন্দেহ হয়। আগুন লাগার আশঙ্কায় কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। সেখানে কিশোরীর অচৈতন্য আধপোড়া দেহ দেখতে পান তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের সিংহভাগ পুড়ে যাওয়া কিশোরীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

কিশোরীর পরিবারের দাবি, তাঁদের মেয়ে বরাবরই অন্তর্মুখী স্বভাবের। পড়াশোনার বাইরে সে আর অন্য কিছু নিয়ে ভাবত না। তাঁদের মেয়ে কোনও প্রেমের সম্পর্কে জড়িত নয় বলেও দাবি কিশোরীর বাড়ির লোকের। তবে প্রতিবেশিদের দাবি, সোমবার সন্ধ্যাবেলা পরিচিত এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই কিশোরী। মহিলার কাছে বাড়ির গয়না বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল সে। প্রতিবেশিদের ধারণা, তারপরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই কিশোরী। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। কিশোরী সুস্থ হলে তার সঙ্গে কথা বলে আত্মহত্যার চেষ্টার কারণ জানার চেষ্টা করবে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts