Kolkata

বন্ধ ঘরে অভিনেত্রীর রহস্যমৃত্যু

Published by
News Desk

রিজেন্ট পার্ক থানা এলাকায় টেলি সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। মৃতার নাম মৌমিতা সাহা। তিনি কর্মসূত্রে টালিগঞ্জের অশোকনগরের আবাসনে একা ভাড়া থাকতেন। হুগলির ব্যান্ডেল এলাকায় তাঁর বাড়ি। বেশ কিছু বাংলা টেলি সিরিয়ালে অভিনয় করেছেন বছর ২৩-এর ওই অভিনেত্রী। বর্তমানেও তিনি একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছিলেন।

গত শুক্রবার দুপুরে মৌমিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বাড়ির লোকজন। রাত অবধি মেয়ের কোনও খবর না পাওয়ায় তাঁরা যোগাযোগ করেন মেয়ের ভাড়াবাড়ির মালিকের সঙ্গে। তিনি রাতে অভিনেত্রীর ফ্ল্যাটে যান। বাইরে থেকে লক করা ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন বাড়ির মালিক। সিলিংয়ের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় অভিনেত্রীর ঝুলন্ত দেহ তিনি উদ্ধার করেন। পড়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে মৃতার দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত অবসাদজনিত কারণে টলিপাড়ার উঠতি অভিনেত্রী মৌমিতা আত্মহত্যা করেছেন। সেই আত্মহত্যায় কারোর প্ররোচনা আছে কিনা জানতে মৃতার মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts