Kolkata

মূর্তির সুরক্ষা, মোতায়েন পুলিশ

Published by
News Desk

কলকাতা শহরের আনাচে কানাচে অনেক স্বনামধন্য ব্যক্তিত্বদের মূর্তি বসানো রয়েছে। দেশ জুড়ে যেভাবে মূর্তি ভাঙার ট্রেন্ড শুরু হয়েছে তাতে এসব মূর্তি সুরক্ষিত নয় বলেই মনে করছে প্রশাসন। যে কোনও সময়ে মূর্তিগুলির ওপর ঘনিয়ে আসতে পারে বিপদ। তাই কোনও ঝুঁকি না নিয়ে কলকাতার বিভিন্ন অংশে স্বনামধন্য ব্যক্তিত্বদের মূর্তির সামনে পাহারা বসানো হল।

মূর্তিগুলির কাছে পুলিশি ঘেরাটোপ থাকছে। দিবারাত্র মোতায়েন থাকছেন পুলিশ। ঘেরা জায়গার মধ্যে থাকা মূর্তির কাছে যেতে গেলে এখন থেকে দরকার পড়বে অনুমতিপত্র। শুক্রবার সকাল থেকেই ধর্মতলা সহ বিভিন্ন জায়গায় বসানো মূর্তির আশপাশে পুলিশি প্রহরা নজর কেড়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts