Kolkata

দ্বিতীয়বার কেউ শ্যামাপ্রসাদকে অপমান করলে তা তার শেষ চেষ্টা হবে : দিলীপ ঘোষ

Published by
News Desk

কেওড়াতলা মহাশ্মশানের কাছে বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি ভাঙচুর করে কালি মাখিয়ে দেওয়ার ঘটনার কড়া ভাষায় নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন কার্যত হুমকি ছুঁড়ে দিয়েছেন তিনি। দ্বিতীয়বার কেউ এই চেষ্টা করলে সেটাই তার শেষ চেষ্টা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী এদিন শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছে তাদের ভাল করে চিনে নেওয়া হয়েছে বলে জানান দিলীপবাবু। জানিয়ে দেন যতদিন তারা পুলিশের কাছে আছে ততদিন নিশ্চিন্ত। বাইরে বার হওয়ার পর তাদের কী হবে তার দায়িত্ব কেউ নিতে পারবেনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশদ্রোহিতার আখড়া বলে চিহ্নিত করার পাশাপাশি দিলীপবাবুর পরামর্শ যা করার ক্যাম্পাসের মধ্যেই করতে হবে। বাইরে বেরিয়ে এসব করলে চেহারা বদলে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts