Kolkata

বস্তার গুদামে আগুন, এলাকায় আতঙ্ক

Published by
News Desk

গত রবিবার রাতে লরির ধাক্কায় এক স্থানীয় এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল শোভাবাজারের হাটখোলা এলাকায়। সোমবার দুপুরে ফের খবরে উঠে এল শোভাবাজারের নাম। শোভাবাজারের একটি দোতলা বাড়ির একতলার ২টি ঘরে বস্তা গুদামজাত করে রাখা হত। বহু দিন ধরেই এটি বস্তার গুদাম হিসাবে সকলের কাছে পরিচিত। সোমবার দুপুরে আচমকাই সেই গুদামে আগুন দেখতে পান স্থানীয় মানুষজন।

দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা পৌঁছয় দোতলাতেও। দোতলায় আবার সাধারণ মানুষের বাস। গায়ে গায়ে বাড়ি। ফলে ঘিঞ্জি এলাকায় মুহুর্তে আতঙ্ক ছড়ায়। স্থানীয় মানুষজনই প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ৫টি ইঞ্জিন প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আগুনে দোতলার একটা অংশের ক্ষতি হয়েছে। সেই অংশ ভেঙে দেবে পুরসভা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts