Kolkata

বেপরোয়া ট্রাকে পিষ্ট যুবক, পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, লাঠিচার্জ

Published by
News Desk

ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল শোভাবাজার এলাকা। মৃত যুবকের নাম সুজয় সাহা। গত রবিবার রাত ১০টা নাগাদ বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। শোভাবাজারের হাটখোলা মোড়ের কাছে দুরন্ত গতির একটি ট্রাক এসে তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন স্থানীয় ওই যুবক। লরির চাকায় পিষে যায় তাঁর মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চোখের নিমেষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে দেখে হতভম্ব হয়ে যান এলাকার লোকজন। বিস্ময়ের ঘোর কাটতেই ঘাতক ট্রাকটিকে সকলে মিলে পাকড়াও করেন। তাতে ব্যাপক ভাঙচুর চালান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জোড়াবাগান থানার পুলিশ। যুবকের দেহ সরাতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পুলিশও।

রবিবার ছিল ছুটির দিন। রাস্তাঘাট সেইসময় ফাঁকাই থাকে। অন্য দিনের মত থাকে না ট্রাফিক পুলিশের কড়াকড়ি। অভিযোগ, এই সুযোগেই বেপরোয়া হয়ে ওঠে মালবাহী লরি ও ট্রাকের চালকরা। রবিবার যার মাশুল দিতে হল ওই যুবককে। স্থানীয়দের দাবি, রাস্তার দুপাশে বেআইনি পার্কিংয়ের জেরেই রোজ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশের নিঃস্পৃহতার কারণে ওই যুবকের মর্মান্তিক পরিণতি হয়েছে বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ক্ষিপ্ত জনতার সাথে একপ্রস্ত ধ্বস্তাধস্তি হয় পুলিশের। রাস্তার পাশে দাঁড়ানো অন্য গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট, কাঁচের বোতল ছুঁড়তে শুরু করেন স্থানীয়রা। ফলে আহত হন ২ পুলিশকর্মী। বিক্ষোভকারীদের মধ্যে ২ জনকে পরে আটক করে পুলিশ। এতে এলাকায় উত্তেজনার পারদ আরও চড়ে। বেআইনি পার্কিং সরানোর দাবিতে সোমবার সকালেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘাতক ট্রাক চালকের উপযুক্ত শাস্তির দাবিও জানান তাঁরা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts