Categories: Kolkata

আগুনের গ্রাসে ভস্মীভূত কাগজ কারখানা

Published by
News Desk

আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাগজের কারখানা। ঘিঞ্জি জায়গা হওয়ায় পাশের দুটি কারখানায়ও আগুন লেগে যায়। দমকলের দশটি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধের পরেও দগ্ধ এলাকায় ধিকিধিকি আগুন জ্বলতে দেখা যায়।

এদিন দুপুর ২টো নাগাদ বেলেঘাটার আলোছায়া সিনেমা সংলগ্ন এলাকার একটি কাগজের কারাখানা থেকে ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কারখানায় কাগজ, ডেনড্রাইট, রাসায়নিকের মত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে কারখানায় ঢোকার রাস্তা অপরিসর হওয়ায় ঘুরপথে জলের পাইপ নিয়ে যেতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী গুরুতর আহত হন। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় কারাখানার মালিককে খুঁজছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। এদিকে আগুনের জেরে বেলেঘাটা মেন রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts