Kolkata

পিএনবি কাণ্ডে মেহুল চোকসির কলকাতার দোকানে হানা দিল ইডি

Published by
News Desk

সিটি সেন্টার ২, অ্যাক্রোপলিস মল, গড়িয়াহাট সহ মেহুল চোকসির বিভিন্ন হিরে ও সোনার গয়নার দোকানে এদিন হানা দিলেন ইডি আধিকারিকরা। দোকানের সব কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। গত শনিবার দুর্গাপুরে মেহুল চোকসির গীতাঞ্জলি স্বর্ণবিপনিতেও হানা দেয় ইডি। পিএনবি কাণ্ড সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা মেহুল চোকসির দোকানে ও অফিসে হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা। তথ্য সংগ্রহ করছেন। বাজেয়াপ্ত করছেন দোকানের অলঙ্কার। নীরব মোদীর দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন অফিস ও সম্পত্তিরও খোঁজ নেয় ইডি। কিন্তু মামা মেহুল চোকসি ও ভাগ্নে নীরব মোদী কোথায়? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আপাতত সকলের ধারণা তাঁরা নিউ ইয়র্কের একটি হোটেলে রয়েছেন। এদিকে ক্রমশ পিএনবি কাণ্ডে সুর চড়াচ্ছে কংগ্রেস। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এক এক করে সরব হচ্ছে অন্যান্য বিরোধী দলগুলিও। অন্যদিকে বিজেপির দাবি নীরব মোদী, মেহুল চোকসিরা জালিয়াতি শুরু করেন কংগ্রেস আমলেই। সব মিলিয়ে পিএনবি কাণ্ডে ক্রমশ রাজনৈতিক তরজা পারদ চড়াচ্ছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts