Kolkata

বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, মৃত ১ পড়ুয়া

Published by
News Desk

রবিবার সকালে ফের রক্তাক্ত ইএম বাইপাস। ঘটনায় ৫ জন আহত হন। এঁদের মধ্যে ৪ জন এমএসসি-র পড়ুয়া। ১ জন চালক। ঘটনায় ১ পড়ুয়ার পরে মৃত্যু হয় বলে খবর। ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ একটি অ্যাপ নির্ভর গাড়ি মা উড়ালপুল থেকে নেমে ইএম বাইপাস ধরে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল রাজারহাট। কিন্তু ফ্লাইওভার থেকে নামার পর প্রবল গতিতে ছুটে চলা গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়ি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। গুরুতর আহত হন চালক সহ ৪ পড়ুয়া আরোহী।

প্রগতি ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে ছুটির সকালেও কিছুক্ষণের জন্য প্রবল যানজটের শিকার হয় ইএম বাইপাস।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts