Kolkata

জিডি, কারমেলের পর এবার কমলা, ফের স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

Published by
News Desk

জিডি বিড়লা, কারমেলের পর এবার দক্ষিণ কলকাতার আর এক নামকরা বেসরকারি স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত এই বাংলা মাধ্যম স্কুলে পাঠরতা নবম শ্রেণির ওই ছাত্রী তার পরিবারকে জানায়, গত বৃহস্পতিবার তাকে যৌন হেনস্থা করে স্কুলের কেমিস্ট্রি ল্যাবরেটরির এক অশিক্ষক কর্মী। এই নিয়ে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করে। এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মলয় বড়ুয়া নামে ওই অশিক্ষক কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বড় ধরণের কোনও আন্দোলনের রাস্তায় এখনই না হাঁটলেও অভিভাবকদের দাবি স্কুল চত্বরে ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে স্কুলকে। স্কুল চত্বরে সিসিটিভি বসাতে হবে। কেন একটি মেয়েদের স্কুলে পুরুষ অশিক্ষক কর্মী রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা ছাত্রী সুরক্ষার নিয়ে কোনও আপস করতে রাজি নন। ছাত্রীদের সুরক্ষার জন্য যা যা করা দরকার তা তাঁরা করবেন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts