Kolkata

জেলের মধ্যে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার

Published by
News Desk

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পলাশ মণ্ডল নামে এক যুবককে। বিধাননগর পুলিশ গ্রেফতার করেছিল তাকে। ৩০ জানুয়ারির পর গত বুধবার তাকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তারপরই তাকে দমদম সংশোধনাগারে নিয়ে আসা হয়। সেখানেই বিচারাধীন বন্দি হিসাবে রাখা হয়েছিল পলাশকে।

বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সংশোধনাগারের মধ্যেই গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় তাকে। নিজের কাজের জন্য অনুশোচনায় আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে তা নিয়ে সংশয়ে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। দেহের আশপাশে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই মৃত্যু রহস্য আরও ঘনীভূত হয়েছে। সংশোধনাগারের বন্দিদের জিজ্ঞাসাবাদ করে পলাশের মৃত্যুর রহস্যভেদের চেষ্টা করছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts