Kolkata

টনক ফেরাল ২ যুবকের প্রাণ, চিংড়িঘাটা মোড়ে তৈরি হবে আন্ডারপাস, ফুটব্রিজ

Published by
News Desk

চিংড়িঘাটায় গত শনিবার দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুর পর প্রবল বিক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। সোমবার সকালে দুর্ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বিধায়ক সুজিত বসু সহ বিধাননগর ও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বড়কর্তারা। চিংড়িঘাটা মোড় পরিদর্শন করেন তাঁরা। সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে চিংড়িঘাটা মোড়ে একটি আন্ডারপাস ও ফুটব্রিজ বানানোর দাবি গত শনিবারই তুলেছিলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এদিন সে বিষয়ে একটা সিদ্ধান্তে এসেছেন সকলে।

আন্ডারপাস ও ফুটব্রিজ তৈরি হবে। তবে সেগুলি নির্মাণে একটা সময় লাগবে। তার আগে চিংড়িঘাটা মোড়ে পথচারীদের সুরক্ষায় একটি আলাদা সাইকেল লেন তৈরি করেছে পুলিশ। পথচারীদের জন্যও একটি আলাদা লেনের বন্দোবস্ত করা হয়েছে। সেইসঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। এলাকা পরিদর্শনের পর এদিন মৃত যুবকদের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক সুজিত বসু। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কাটান তিনি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts