Kolkata

২ বাসের রেষারেষি, হাত কাটা গেল মহিলার

Published by
News Desk

কার বাসে কত বেশি যাত্রী তোলা যায়? তাই নিয়ে রেষারেষি চলছিল ২৩০ নম্বর রুটের ২টি বাসের মধ্যে। তাদের সেই বিপদজনক প্রতিযোগিতার মুখে পড়ে যান কলকাতার কড়েয়া রোডের বাসিন্দা শাবানা আকবর। গত শুক্রবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কলামন্দিরের কাছে এজেসি বোস রোডের জেব্রা ক্রসিং ধরেই রাস্তা পার হতে যান শাবানা। সেইসময় তাঁর ঘাড়ের উপর এসে পড়ে তীব্র গতিতে ছুটে আসা ২৩০ রুটের একটি বাস।

বাসের ধাক্কায় রাস্তার উপরে পড়ে যান ওই শাবানা। তখনো বাসের গতি কমানোর কোনও লক্ষণই দেখা যায়নি চালকের মধ্যে। উল্টে বেপরোয়া চালকের ইচ্ছাকৃত ভুলে মহিলার ডান হাত পিষে চলে যায় বাসের চাকা। সাথে সাথে রক্তাক্ত শাবানা আকবরকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সংক্রমণ এড়াতে রাতেই অস্ত্রোপচার করে তাঁর ডান হাত কেটে বাদ দিতে হয় তার। তদন্তে নেমে বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts