Kolkata

শহরে ফের রবিনসন কাণ্ডের ছায়া, স্বামীর মৃতদেহ আগলে কয়েকদিন কাটিয়ে দিলেন স্ত্রী

Published by
News Desk

রবিনসন কাণ্ডের ঘটনা সামনে আসার পর একের পর এক এমন ঘটনা সামনে এসে চলেছে। সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা। এবার হরিদেবপুরের বসুশ্রী বাগান এলাকা। মৃত স্বামীর দেহ আগলে ৪-৫ দিন কাটিয়ে দিলেন স্ত্রী। অবশেষে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙলে দেখা যায় ততক্ষণে কালো হয়ে পচন ধরে গেছে দেহে। কিন্তু ৮২ বছরের স্বামী অমর সান্যালের দেহ আগলে দিব্যি বসে আছেন স্ত্রী হাসিরানি দেবী।

নির্বিবাদী অমরবাবুর পাড়ায় সুনাম আছে। নিঃসন্তান দম্পতি ওই ফ্ল্যাটে দীর্ঘদিনের বাসিন্দা। স্ত্রী হাসিরানি যদিও লোকজনের সঙ্গে তেমন মিশতেন না। প্রতিবেশিরা শেষ কয়েকদিনই দেখছিলেন খবরের কাগজওয়ালা কাগজ দিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু সেই কাগজ পড়ে থাকছে ফ্ল্যাটের গেটেই। ভিতরে আর যাচ্ছে না। তখন থেকেই সন্দেহ দানা বাঁধছিল প্রতিবেশিদের মনে। গত শনিবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বার হতে দেখে তাঁরা ফ্ল্যাটের দরজায় ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে আর সময় নষ্ট করেননি ফ্ল্যাটের অন্য বাসিন্দারা। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দরজা ভেঙে পচন ধরা অমর সান্যালের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts