Kolkata

২ বাসের রেষারেষির শিকার প্রৌঢ়া, মৃত্যু

Published by
News Desk

বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার খান্নার মোড়ে ২ বাসের রেষারেষির শিকার হলেন এক প্রৌঢ়া। বাসের ধাক্কায় আহত অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানাচ্ছেন, শ্যামবাজারের দিক থেকে ২০২ ও ৩ডি/১ রুটের দুটি বাস রেষারেষি করতে করতে আসছিল। খান্নার মোড়ে মানিকতলার বাসিন্দা আরতি গুহ নামে ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই ২০২ রুটের বাসটি ধাক্কা মারে ওই বছর ৫৫-র মহিলাকে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যান।

এদিকে ঘটনার পরই ২ বাসের চালক ও কন্ডাক্টর চম্পট দেয়। পরে যদিও ২টি বাস ও তার চালককে আটক করে বড়তলা থানা। ঘটনার জেরে ব্যস্ত সময়ে এপিসি রোডে যানজটের সৃষ্টি হয়।

কলকাতা পুলিশের তরফে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। বিভিন্ন জায়গায় রাস্তার ওপর পথ নাটিকা, বিজ্ঞাপন, ব্যানার দিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে কী? পথ নিরাপত্তা সপ্তাহের মাঝেই এদিনের দুর্ঘটনা সেই প্রশ্ন ফের একবার তুলে দিল।

Share
Published by
News Desk

Recent Posts