Kolkata

পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার দুষ্কৃতির গলাকাটা দেহ

Published by
News Desk

কলকাতার পশ্চিম বন্দর থানার সোনাই রোড। এখানেই একটি পরিত্যক্ত গুদামের মধ্যে থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হল এলাকায় সমাজবিরোধী হিসাবে পরিচিত মহম্মদ আকলিম খানের গলাকাটা দেহ। বছর ২৬-এর আকলিমের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, খুনের চেষ্টা, ছিনতাই সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গত সোমবার রাতেই তাকে খুন করা হয় গুদামের খোলা জায়গায়। তারপর টানতে টানতে দেহ নিয়ে গিয়ে গুদামের ছাউনি দেওয়া অংশে ফেলে আসা হয়। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। ফলে পুলিশ মনে করছে হয়তো মদের আসরে কোনও গণ্ডগোলের জেরেই মহম্মদ আকলিমকে খুন করা হয়েছে।

এলাকায় কুখ্যাত দুষ্কৃতি হিসাবে পরিচিত আকলিম ওই অঞ্চলে একাই রাজত্ব করত বলে অভিযোগ। তার ভয়ে এলাকাবাসী তটস্থ থাকতেন। এদিন দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে হাজির হন লালবাজারের গোয়েন্দারা। ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞেরাও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts