Kolkata

কেবল তার কেড়ে নিল হেলমেটহীন যুবকের প্রাণ

Published by
News Desk

সেতুর উপর কয়েকশো তারের মরণফাঁদ। তার উপরে মাথা হেলমেটহীন। যার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নতুন বছরের প্রথম সকালে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ তৌসিফ হক আলম। মৃত যুবক পার্ক সার্কাস থেকে ৪ নম্বর ব্রিজ ধরে ইএম বাইপাসের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঐ যুবকের বাইকের হাতল ব্রিজের ধারে পড়ে থাকা কেবল তারে জড়িয়ে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান তিনি। পিছন থেকে আসা গাড়ি এরপর ধাক্কা মারে ঐ যুবককে। হেলমেট না থাকায় মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।

যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দীর্ঘসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বারবার অভিযোগ জানানোর পরও কেবল তারের জঞ্জাল না সরানোয় এই বিপত্তি বলে দাবি এলাকাবাসীর। পরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সরানো হয় প্রাণঘাতী কেবল তারের স্তূপ।

Share
Published by
News Desk

Recent Posts