Kolkata

ইস্তফা দিলেন ভারতী ঘোষ

Published by
News Desk

ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আইপিএস আধিকারিক ভারতী ঘোষ। তাঁকে কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয় তাঁকে। এভাবে আচমকা পুলিশ সুপারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়াটা বোধহয় মানতে পারেননি ভারতী ঘোষ। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে তিনি জানিয়ে দিয়েছেন তাঁর ব্যক্তিগত ইচ্ছা। এখন ইস্তফাপত্র গৃহীত হওয়ার অপেক্ষা। নবান্ন সূত্রের খবর, ভারতী ঘোষের ইস্তফাপত্র গৃহীত হবে।

মহিলা আইপিএস হিসাবে যথেষ্ট সফল ভারতী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা কারও অজানা নয়। সূত্রের খবর, সম্প্রতি সেই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর কাছে ধমকও খান তিনি। কদিন আগে তাঁকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় আরও পরিস্কার হয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্বের কথা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts