Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব

Published by
News Desk

বহিরাগতদের উন্মত্ত তাণ্ডব চাক্ষুষ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার রাতে এক তরুণী মদ্যপ অবস্থায় তাঁর ১ পুরুষ সঙ্গীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। সেই মুহুর্তে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিলে ওই তরুণী নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে দাবি করেন। সূত্রপাত হয় বচসার। অভিযোগ, সেই সময়ে মদ্যপ তরুণী এবং তাঁর সঙ্গীরা কলা বিভাগের ইউনিয়ন রুমে ভাঙচুর চালান। তাঁদের এই তাণ্ডবলীলায় বাধা দিতে এসে ১ ছাত্র এবং ২ নিরাপত্তারক্ষী আহত হন।

ঘটনার পর যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ এসে অভিযুক্ত তরুণী ও তাঁর পুরুষ সঙ্গীকে গ্রেফতার করে। শিক্ষার মন্দিরে এরকম ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উপযুক্ত নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীদের একাংশ।

Share
Published by
News Desk

Recent Posts