Categories: Kolkata

যাদবপুর কাণ্ড, সমালোচনা, ধিক্কার, মিছিল

Published by
News Desk

শুক্রবারের ধুন্ধুমারের পর এদিন ঘটনার প্রতিবাদে বিকেলে মিছিল করল যাদবপুরের ছাত্রছাত্রীরা। এদিকে শুক্রবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। যাদবপুর কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। শিক্ষার উৎকর্ষ কেন্দ্র ক্রমশ বিশৃঙ্খলার কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে বলেও আক্ষেপ প্রকাশ করেন রাজ্যপাল। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবিভিপি সমর্থক ৪ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের কাছে তা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবিভিপির সিনেমা প্রদর্শন, সেই প্রদর্শন ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে ধুন্ধুমার ও কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে যে তিনি কঠোর অবস্থান নিয়েছেন তা এদিনই স্পষ্ট করে দিয়েছেন সুরঞ্জনবাবু।

Share
Published by
News Desk

Recent Posts