Kolkata

লজেন্সের আকারে নিষিদ্ধ মাদক পাচারের পর্দাফাঁস, ধৃত আরও ২

Published by
News Desk

বর্ষবরণের উন্মাদনা আর নিষিদ্ধ মাদকের হাতছানি। তিলোত্তমা কলকাতার আলো ঝলমলে মুখের আড়ালে ঘনীভূত অন্ধকারের শেষ যেন আর হচ্ছে না। সল্টলেক থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার মাদক-লজেন্স।

শহরের রেভ পার্টিগুলোতে মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার হল আরও ২। ধৃতদের একজন ম্যানেজমেন্টের ছাত্র, অপরজন পেশায় ইভেন্ট ম্যানেজার।

গত সোমবার মাদক মাফিয়া কাণ্ডে যুক্ত ৩ ধৃতকে জেরা করে সল্টলেকে অভিযান চালান নারকোটিক্স বিভাগের গোয়েন্দারা। ধৃতদের থেকে উদ্ধার হওয়া বহুমূল্যের ড্রাগসহ মাদক ক্যান্ডি বাজেয়াপ্ত করেন তাঁরা।

বড়দিনের আগে রেভ পার্টির পাশাপাশি শহরের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়াদের মধ্যে মাদক লজেন্সগুলিকে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts