Kolkata

মা সারদার ১৬৫ তম জন্মতিথি, জয়রামবাটি, বেলুড়মঠ, বাগবাজারে ভক্তের ঢল

Published by
News Desk

সারদা মায়ের ১৬৫ তম জন্মতিথি উপলক্ষে শনিবার সকাল থেকেই ভক্তের ঢল নামে বাগবাজারে গঙ্গার ধারে মায়ের বাড়িতে। এই বাড়িতেই জীবনের একটা বড় সময় কাটিয়েছেন মা। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিম্নচাপের জেরে বৃষ্টিতে শহরের হাল খারাপ। তারমধ্যেই ভক্তের ঢল নামে মায়ের বাড়িতে। শুরু হয় পূজা অর্চনা। প্রথা মেনে চলে মঙ্গলারতি। হয়েছে প্রভাতফেরি। প্রতিবারের মত দুপুরে ছিল ভোগ বিতরণের আয়োজন।

বাঁকুড়ার জয়রামবাটিতে মা শ্যামাসুন্দরী দেবীর কোলে জন্ম নেন সারদাদেবী। সেখানেই কেটেছে তাঁর শৈশবসহ জীবনের একটা বড় সময়। জয়রামবাটিতে এদিন সকাল থেকেই ছিল সাজসাজ রব। হয়েছে প্রথা মেনে পূজা অর্চনা। কামারপুকুরেও এদিন ভক্তের ঢল ছিল চোখে পড়ার মতন। এদিকে বেলুড়মঠেও এদিন বিশেষ পূজার আয়োজন করা হয়। এখানেও সকাল থেকেই ভক্তের ঢল নজর কেড়েছে।

Share
Published by
News Desk

Recent Posts