Kolkata

আরএসএস কার্যালয়ের সামনে লাভ জিহাদে হত্যার প্রতিবাদ, আটক ২৪

Published by
Adhirath Dey

বৃহস্পতিবার আফরাজুল খানকে হত্যার ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়ে ওঠে গোটা দেশ। অভিযোগ, ভিন ধর্মের মেয়েকে ভালোবাসার অপরাধেই প্রাণ যায় পশ্চিমবঙ্গের বাসিন্দা আফরাজুলের। শুক্রবার এই নির্মম ঘটনার প্রতিবাদে হেদুয়া পার্কে একটি পথসভা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ পড়ুয়ারা।

যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিন পথসভায় অংশগ্রহণ করেন। তারপর তাঁরা কলকাতার আরএসএস কার্যালয় কেশব ভবনের সামনে বিক্ষোভে সামিল হন। পোস্টার প্রদর্শন ও স্লোগান দিতে থাকেন প্রতিবাদে। এই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সামান্য ধ্বস্তাধস্তিও হয়। ২৪ জন ছাত্রছাত্রীকে আটক করে পুলিশ লালবাজারে নিয়ে যায়।

Share
Published by
Adhirath Dey
Tags: Kolkata News

Recent Posts