Kolkata

জিডির পর এমপি বিড়লা স্কুলেও অভিভাবকদের বিক্ষোভ, পথ অবরোধ

Published by
News Desk

৪ বছরের ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় গত ৪ দিন ধরে উত্তাল জিডি বিড়লা স্কুল। এরমধ্যেই এক সাড়ে ৩ বছরের ছাত্রীর ওপর যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল হল জেমস লং সরণির এমপি বিড়লা স্কুল। স্কুলের সামনে সোমবার সকাল থেকেই জমায়েত হন অভিভাবকরা। ক্রমশ বাড়তে থাকে অভিভাবকদের সংখ্যা। মাঝে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একচোট ঝগড়াও হয়ে যায় তাঁদের।

অভিভাবকদের দাবি কয়েক মাস আগে ওই শিশুটির ওপর স্কুলে যৌন নিগ্রহের ঘটনা ঘটে। সেই অভিযোগ জানাতে তাঁরা পুলিশের কাছে গেলে পুলিশ অভিযোগ দায়ের করেনি। স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা জানায় স্কুলের অভ্যন্তরীণ তদন্তে এমন কোনও ঘটনার বিষয়ে জানা যায়নি। অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অপরাধ আড়াল করার চেষ্টা করছে। ওই নিগৃহীত শিশুটির সঙ্গে সুবিচারের দাবিতে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা বেলা ১২টা নাগাদ স্কুলের সামনে জেমস লং সরণি অবরোধ করেন। রাস্তার ওপর বসে পড়েন ক্ষুব্ধ অভিভাবকরা। ফলে ব্যস্ত জেমস লং সরণি অবরুদ্ধ হয়ে পড়ে।

ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর পুলিশ এসে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে। তখনকার মত অবরোধ প্রত্যাহারও করে নেন অভিভাবকরা। কিন্তু তাঁদের দাবি মানা না হওয়ায় ফের কিছুক্ষণ পর অবরোধে সামিল হন তাঁরা। ফলে স্তব্ধ হয়ে যায় জেমস লং সরণি। এরমধ্যেই স্কুলের তরফে বন্ধ দরজার ওপার থেকে মুখ বাড়িয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের জানানো হয় অভিযুক্ত মনোজ নামে ১ ব্যক্তিকে সাসপেন্ড করেছে তারা। কিন্তু অভিভাবকরা অভিযুক্তের গ্রেফতারির দাবিতে অনড় থাকেন। এরমধ্যেই বিকেলের দিকে স্কুলে ঢোকেন শিশু অধিকার রক্ষা কমিটির তরফে গায়ক সৌমিত্র রায়। তিনি স্কুল থেকে বেরিয়ে আসার পরই অভিভাবকরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণ অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে সেখান থেকে চলে যান তিনি। এদিকে সন্ধে পর্যন্ত জেমস লং-এ অবস্থান চালাতে থাকেন ক্ষুব্ধ অভিভাবকরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts