Kolkata

জিডি বিড়লা স্কুলে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, ক্ষুব্ধ অভিভাবকরা

Published by
News Desk

সোমবার সকাল থেকেই জিডি বিড়লা স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন। স্কুল খোলার দাবিতে সোচ্চার হন তাঁরা। এর মধ্যেই বেলা ১১টা নাগাদ সেখানে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে দেখামাত্র অভিভাবকরা ‘গো ব্যাক’ ধ্বনি তোলেন। তাঁদের সাফ কথা এই আন্দোলন নিতান্তই অভিভাবকদের আন্দোলন। এখানে রাজনীতির রং দেখতে চান না তাঁরা। এই আন্দোলনে রাজনীতির রং লাগানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বিক্ষোভের মুখে পড়ে স্কুলের গেটের কাছে কার্যত কোণঠাসা অবস্থায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন রূপা। পরে তিনি দাবি করেন এখানে তিনি কোনও রাজনীতি করতে আসেননি। গত দু’দিন দিল্লিতে ছিলেন। মিডিয়ার মাধ্যমেই সব খবর জেনেছেন। গত রবিবার মধ্যরাতে কলকাতায় ফিরে এদিন স্কুলে হাজির হন তিনি। একজন রাজনীতিবিদ হিসাবে নয়, একজন মা হিসাবেই তিনি এখানে এসেছেন বলে দাবি করেন রূপা। এই সমস্যার একটি সুস্থ সমাধান বার করাই তাঁর উদ্দেশ্য। তিনি আরও জানান, কেবলমাত্র মায়েদের সঙ্গেই তিনি আলোচনা করতে চান। মিডিয়াকে উদ্দেশ্য করে রূপা বলেন, তিনি ছবি তুলে চলে যাওয়ার জন্য আসেননি। এখানে তিনি বিকেল পর্যন্ত আছেন। প্রসঙ্গত গত শুক্রবার যখন জিডি বিড়লা স্কুলে অভিভাবকদের আন্দোলন আছড়ে পড়ে তখন সেখানে হাজির হয় কংগ্রেসের একটি প্রতিনিধিদল। তাদেরও অভিভাবকরা জানান এই আন্দোলনে রাজনীতির রং লাগতে দেবেন না তাঁরা। অগত্যা ফিরে যান কংগ্রেস নেতা কর্মীরা।

Share
Published by
News Desk

Recent Posts