Kolkata

সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ জিডি বিড়লা স্কুল, ষড়যন্ত্র বলছেন অভিভাবকরা

Published by
News Desk

জিডি বিড়লায় ৪ বছরের ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় অভিভাবকদের বিক্ষোভ চলছে। এদিন পাল্টা নোটিস টাঙিয়ে স্কুলের প্রিন্সিপাল জানিয়ে দিলেন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুলের জুনিয়র ও সিনিয়র সেকশন। যদিও স্কুল বন্ধের সিদ্ধান্ত মানতে পারছেন না অভিভাবকরা। তাঁদের দাবি, এটা চক্রান্ত। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ওপর পাল্টা চাপ তৈরি করতে চাইছেন। স্কুল বন্ধ না করে স্কুলের সুরক্ষার দিকে স্কুল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে দাবি করেন তাঁরা।

সোমবার থেকে পরীক্ষা রয়েছে। সেখানে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের চাল হিসাবেই দাবি করছেন ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুল বন্ধ না করে স্কুল কর্তৃপক্ষ গার্জেন ফোরামের সঙ্গে কথা বলুক বলে দাবি করেন তাঁরা। এদিকে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে স্কুলের তরফে চিঠি পাঠান হয়েছে। যাতে লেখা রয়েছে অভিযুক্ত ২ শিক্ষককে স্কুল বরখাস্ত করেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts