Kolkata

সোমবার থেকে জিডি বিড়লার সামনে অভিভাবকদের অবস্থান, সিসিটিভি হাতে থানায় কংগ্রেস

Published by
News Desk

জিডি বিড়লা স্কুলকে সিসিটিভি দান করতে চায় কংগ্রেস। জিডি বিড়লা স্কুলে এক ৪ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গত শুক্রবার থেকেই স্কুলের বিরুদ্ধে সোচ্চার অভিভাবকরা। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও স্কুলে কেন সিসিটিভি বসান হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এবার তাই সিসিটিভি হাতে যাদবপুর থানার সামনে হাজির হলেন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। জিডি বিড়লা স্কুলকে সিসিটিভি দান করতে চান তাঁরা।

ওই ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে এদিন সকাল থেকেই যাদবপুর থানার সামনে বিক্ষোভে দেখান মহিলারা। রাস্তা বন্ধ করে একটি পথনাটিকাও করা হয়। এদিকে স্কুলের সামনেও এদিন বিক্ষোভ হয়। সোমবার থেকে জিডি বিড়লা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভেও সামিল হতে চলেছেন অভিভাবকরা। ফলে শিশুকে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে অভিভাবকরা যে অনেক দূর যাবেন তা পরিস্কার করে দিয়েছেন তাঁরা। তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সমাজের বিভিন্ন মহলের মানুষও। এই পৈশাচিক ঘটনা যে কেউই মেনে নিতে পারছেন না পরিস্কার।

Share
Published by
News Desk

Recent Posts