Kolkata

বিজেপি ইভিমে ভোট হলেই জেতে, আর ব্যালটে হলেই হারে, কলকাতায় বিস্ফোরক অখিলেশ যাদব

Published by
News Desk

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাড়িতে এসে দেখা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কালীঘাটে এদিন অখিলেশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বেশ কিছুক্ষণ কথা হয়। পরে অখিলেশ যাদব সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অন্যান্য দলগুলিকে এক ছাদের তলায় এনে লড়াইয়ের চেষ্টা করছেন তারও প্রশংসা করেন অখিলেশ।

এদিন বিজেপির বিরুদ্ধে মুখ খুলতেও ছাড়েননি তিনি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এদিন দাবি করেন বিজেপি যেখানেই ইভিএম এ লড়ে সেখানেই জেতে। আর যেখানেই ব্যালটে লড়ে সেখানেই হারে। এটা ডিজিটাল ইন্ডিয়ার কামাল বলে কটাক্ষ করেন তিনি। কার্যত ইঙ্গিতে অখিলেশ এদিন বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগই সামনে আনলেন। তাঁর কটাক্ষ বিজেপি পকেটে আফিমের পুরিয়া নিয়ে ঘোরে। মানুষকে ভুল বুঝিয়ে জিতছে তারা। বাংলার মানুষকেও বিজেপির থেকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় এনে একযোগে লড়াইয়ে নামতে। এদিন অখিলেশের কালীঘাটে বৈঠক সেই জল্পনাকে আরও একটু উস্কে দিল।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts