Kolkata

বদলির বিরুদ্ধে বিক্ষোভে অসুস্থ স্বাস্থ্য বিভাগের কর্মী, পরে মৃত্যু, স্বাস্থ্য ভবনে তুলকালাম

Published by
News Desk

গত বৃহস্পতিবার রাতে বেড়িয়েছিল বদলির অর্ডার। তাতে ৬৮ জনের নাম ছিল। স্বাস্থ্যভবনে কর্মরত ওই ৬৮ জন শুক্রবার সকালে এই বদলির বিরুদ্ধে স্বাস্থ্যভবনে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতেও চান তাঁরা। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ সচিব তাঁদের সঙ্গে কথা বলতে চাননি। এরপর অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন বিক্ষোভকারীরা। এই সময়ে বিক্ষোভকারীদেরই একজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

এই খবর স্বাস্থ্যভবনে পৌঁছনো মাত্র ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভরত কর্মীরা। শুরু হয় ভাঙচুর। বাদ যায়নি স্বাস্থ্যসচিবের ঘরও। পুলিশ এসেও ক্ষুব্ধ কর্মীদের ঠেকাতে হিমসিম খায়। দীর্ঘক্ষণ এমন চলার পর বিকেলে অবস্থা আয়ত্তে আসে।

Share
Published by
News Desk

Recent Posts