Kolkata

ডিমের দামে নাজেহাল আমজনতা

Published by
News Desk

সবজির দামে নাজেহাল আমজনতাকে আরও বিপাকে ফেলতে এবার চড়ল ডিমের দামও। ডিমের দাম দাঁড়িয়েছে প্রতি পিস ৯ টাকাতে। আর তাতে খুব স্বাভাবিকভাবেই আমজনতার কপালের ভাঁজ আরও পুরু হয়েছে। মাছের দাম বেশ চড়া। সবজিতেও হাত ছোঁয়ানো দায়। এই অবস্থায় ডিম দিয়ে দুপুরের, রাতের খাবারটা কোনওক্রমে চালিয়ে নিচ্ছিলেন অনেকে। কটা দিন ডিম দিয়ে চালিয়ে নিয়ে সবজির দামটা একটু আয়ত্তে এলে তখন রান্নায় বদল আনার কথা ভাবা যাবে, মধ্যবিত্ত বাঙালির এটাই ছিল পরিকল্পনা। কিন্তু ডিম দিয়ে চালিয়ে নেওয়ার সেই ভাবনাও ধাক্কা খেল।

৯ টাকা ডিম শুনে অনেকেই এদিন ডিম না কিনেই ফিরে গেছেন। তবে সবজির পর ডিমের দামও বাড়ায় আমজনতা দুষছেন রাজ্য সরকারকেই। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার চাইলে এভাবে সবজি, ডিমের দাম বাড়ত না। এদিকে ডিমের দাম বাড়ায় সমস্যায় মিড ডে মিল। মিড ডে মিলের পাতে ডিম দেওয়া যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News