Categories: Kolkata

বেহালায় বোমা, মালদায় গুলি

Published by
News Desk

ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বুধবার সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর বৃহস্পতিবার বোমা পড়ল প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে। অকুস্থল সেই বেহালাই। বাড়িতে ভাঙচুরও চালান হয়। বোমায় তছনছ হয়ে যায় বাড়ির একাংশ। সিপিএমের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিন মালদার কালিয়াচকেও গুলি চালনার ঘটনা ঘটে। গুলিতে আহত হন দুই কংগ্রেস কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও এখানেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts