Kolkata

পুলিশের ফাঁদে পা বাইক চোরের, হাতেনাতে গ্রেফতার ২

Published by
News Desk

পুলিশের জালে ধরা পড়ল বাইক চোর। বুধবার বাইক চুরির সঙ্গে যুক্ত ২ যুবককে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২টি বাইক। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চল থেকে একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল। কখনও বাইকের চাবি নকল করে। কখনো বা অন্য পদ্ধতিতে। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পরে রিজেন্ট পার্ক থানায়। ঘটনার তদন্তে নামেন পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা।

পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক জনের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। তল্লাশি চালান কয়েক জায়গায়। কিন্তু বাইক চুরি চক্রের মূল পাণ্ডা অধরা থেকে যায়। গত বুধবার ওই ২ বাইক চোরের সঙ্গে ক্রেতার ছদ্মবেশে দেখা করতে যান তদন্তকারী আধিকারিকরা। ফাঁদে পা দেয় অভিযুক্ত ২ যুবক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News