Kolkata

মুকুল রায়কে আইনি নোটিস পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published by
News Desk

গত শুক্রবার রানি রাসমণি রোডে বিজেপির নয়া সদস্য মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে তোপের বন্যা বইয়ে দিয়েছিলেন। সেই একই জায়গায় তার জবাব দিতে পাল্টা সভা ডাকে যুব তৃণমূল। মুকুলবাবু তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-কে কটাক্ষের সুরে বলেছিলেন এটি একটি সংস্থা যার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে মুকুলবাবুকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টার ভেতর মুকুলবাবু এই ইস্যুতে ক্ষমা না চাইলে মানহানির মামলা দায়ের করা হবে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে এদিন তোপ দাগেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংও। তাঁর দাবি, মুকুল রায় তাঁর বিরুদ্ধে পুরভোটে দাঁড়ালেও তিনি তাঁকে হারাতে সক্ষম। এদিনের সভায় মুকুল রায়কে কালিদাস বলে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। অন্যদিকে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের কাছে এদিনটি ছিল কার্যত অগ্নিপরীক্ষা। এমনকি বক্তা তালিকাতেও নাম ছিল তাঁর। কিন্তু অতি সন্তর্পণে এদিন তা এড়িয়ে গেলেন শুভ্রাংশু। তবে কি মুকুল-পুত্রের সঙ্গেও ঘাসফুল শিবিরের দূরত্ব বাড়বে? এ নিয়ে তৈরি হল জোর জল্পনা।

Share
Published by
News Desk

Recent Posts