Kolkata

মুকুল রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল নাকতলা উদয়ন সংঘ

Published by
News Desk

ধর্মতলায় বিজেপির সভা থেকে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া মুকুল রায় অভিযোগ করেন যে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোয় একগুচ্ছ চিটফান্ড সংস্থা কর্পোরেট পার্টনার থেকেছে। সেই পুজো যার সভাপতির নাম পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবারের সেই অভিযোগের এদিন জবাব দিতে সাংবাদিক বৈঠক করলেন নাকতলা উদয়ন সংঘের কর্মকর্তারা।

তাঁদের দাবি, পুজোয় এজেন্সি মারফত বিজ্ঞাপন আসে। তাঁদেরও বিজ্ঞাপন দরকার। তাই সেগুলি গ্রহণ করা হয়। কিন্তু ২০১৩ সালে চিটফান্ড সংস্থা হিসাবে বেশ কিছু সংস্থার নাম সামনে আসার পর থেকে তাঁরা যথেষ্ট সতর্ক। মুকুল রায় তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। পুজো কমিটির তরফে পরিস্কার করে দেওয়া হয় যে তাঁরা মুকুল রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন। পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দল থেকে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষও।

Share
Published by
News Desk

Recent Posts