Categories: Kolkata

মধ্যরাতে আতঙ্ক, গুলিতে ঝাঁঝরা বাড়ি

Published by
News Desk

বেহালায় অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস। মঙ্গলবার রাত তখন দেড়টা। আচমকাই ঘুম ভেঙে যায় অরিন্দম ঝা ও তাঁর স্ত্রীর। অরিন্দমবাবুর দাবি বাইরের ফট ফট আওয়াজে তাঁর স্ত্রীর মনে হয় বাজি পুড়ছে। কিন্তু তিনি আঁচ করতে পারেন কিসের আওয়াজ। তাই কথা না বাড়িয়ে শুয়ে থাকেন তাঁরা। পরে সকালে উঠে দেখা যায় বাড়ির গায়ে গুলির দাগ। বাড়ির সামনে পড়ে কার্তুজের খোল। স্বভাবতই এই ঘটনায় ঝা পরিবারে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের অভিযোগ অরিন্দমবাবু সিপিএম কর্মী হওয়ায় তাঁর বাড়ির ওপর এই হামলা। প্রতিবেশিদের দাবি, আওয়াজ শুনে তাঁরা জেগে উঠলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts