Kolkata

রাত পার করে বেলা, আগুন নিভল না

Published by
News Desk

গত মঙ্গলবার আগুন লেগেছিল রাত প্রায় ৮টা নাগাদ। বুধবার বেলা পর্যন্ত একটানা লড়াই চালিয়েও সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারল না দমকল। চেষ্টার কোনও ত্রুটি ছিল না। পাশেই গঙ্গা থাকায় জলেরও কোনও অভাব হয়নি। এমনকি সকালে ১৪টির মধ্যে ৫টি ইঞ্জিন কমিয়ে দেয় দমকল। কারণটা অবশ্যই গঙ্গার জল। যা একটানা তারা আগুন নেভাতে কাজে লাগিয়ে গেছে। এতকিছুর পরও আগুন এতটাই বিধ্বংসী যে তা রাত পার করে বেলা গড়ালেও জ্বলে চলেছে। তবে রাতের সেই চেহারা নেই। অনেকটা অংশই নিয়ন্ত্রণে এসেছে। কেবল একটা অংশে বেলাতেও আগুন জ্বলছিল। দমকলকর্মীরা জানিয়েছেন তাঁদের আশা বিকেলের মধ্যে পুরো জায়গা বিপন্মুক্ত বলে ঘোষণা করা সম্ভব হবে।

আগুনের জেরে গত মঙ্গলবার রাত থেকেই বন্ধ চক্ররেল চলাচল। বন্ধ ফেরি সার্ভিসও। হাওড়া থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ফেরি চলাচল বেলা গড়ালেও বন্ধই রাখেন ফেরি পরিষেবা কর্তৃপক্ষ। যার জেরে বহু অফিসযাত্রী সমস্যায় পড়েন। অনেকেই হাওড়ায় ট্রেন থেকে নেমে ফেরিতে গঙ্গা পার করে দ্রুত পৌঁছে যান বড়বাজার, বিবাদী বাগ, ধর্মতলা। ফলে গন্তব্যে পৌঁছতে তাঁদের সকালে সমস্যায় পড়তে হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts