Categories: Kolkata

২টি এটিএম থেকে লুঠ লক্ষাধিক টাকা

Published by
News Desk

দমদম রোডের ওপর দুটি এটিএম থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। একই কায়দায় লুঠ করা হয়েছে এটিএম দুটি। ফলে একই দুষ্কৃতী দল এই লুঠপাট চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দুটি লুঠই রাতের অন্ধকারে হয়েছে। বুধবার সকালে দমদম রোডের ওপর সিঁথি থানার অন্তর্গত সেভেন ট্যাঙ্কস এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম তছনছ অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষজন। পুলিশ এসে দেখে এটিএম ভেঙে সব টাকা লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকা লুঠ হয়েছে এই এটিএম থেকে। স্থানীয় মানুষজনের দাবি, এটিএমটি অরক্ষিত অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে। যার পরিণাম দেখা গেল এদিন। এদিকে দমদম রোডের ওপর আরও একটি এটিএমে অবাধে লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। বেসরকারি ব্যাঙ্কের এটিএমটি থেকেও একই কায়দায় লুঠ হয়েছে। এখানেও লুঠের অঙ্ক লক্ষাধিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts