Kolkata

ডেঙ্গি রুখতে ব্যর্থ পুরসভা, এই অভিযোগে জঞ্জালের গাড়িতে আগুন

Published by
News Desk

ডেঙ্গি দমনে পুর ব্যর্থতার অভিযোগ করে শনিবার সকাল থেকে স্তব্ধ হল গার্ডেনরিচ এলাকার পাহাড়পুর রোডে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় ২ জন মারা গেছেন ডেঙ্গিতে। আর তার জন্য দায়ী পুরসভা। স্থানীয়দের অভিযোগ, অঞ্চলের ড্রেন নিয়মিত পরিস্কার হয়না। আবর্জনাও সাফাই হয়না। দিনের পর দিন ড্রেনে জমে থাকে নোংরা জল।

সেখানে মশার লার্ভা জমে ডেঙ্গির মশা জন্মাচ্ছে বলে অভিযোগ করে এদিন সকালে পুরসভার জঞ্জাল ফেলার গাড়ি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে জ্বালিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন আগে পুরসভায় গিয়ে এলাকাবাসী অভিযোগ জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts